চকলেটের লোভ দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:১২ পিএম, ৩০ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছর এক শিশুকন্যাকে ধর্ষণ করেছে আলাল (১৮) নামক এক বখাটে। শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।
বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান আসামি হিসেবে ফৈনপুর এলাকার ফজল খানের ছেলে আলালকে অভিযুক্ত করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা যায়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার বেলা ১১টার দিকে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকায় অন্যান্য দিনের মতো শিশুকন্যাকে নিয়ে তার মা বাসাবাড়িতে কাজ করতে যান। এ সময় মেয়েটিকে চকলেট ও মোবাইলে গেমস খেলার লোভ দেখিয়ে স্থানীয় আলাল পাশের বাড়ির নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির মা কান্নার শব্দ শুনে নির্জন ওই ঘরে গেলে ধর্ষক আলাল শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। চিকিৎসার জন্য শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। পরে অবস্থা আরও খারাপ হওয়ায় শিশুটিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।