৬ মাসের যমজ শিশুসহ মাকে হাজতে আটকের ঘটনায় ওসি প্রত্যাহার


৬ মাসের যমজ শিশুসহ মাকে হাজতে আটকের ঘটনায় ওসি প্রত্যাহার

ছয় মাস বয়সী যমজ সন্তানসহ এক নারীকে থানার হাজতে আটকে রাখার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেনকে সোমবার (২৮ জুলাই) সকালে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।

পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি বিতর্কিত কয়েকটি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওসি আনোয়ার হোসেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল—এক গৃহবধূকে তার ছয় মাস বয়সী যমজ সন্তানসহ থানায় এনে হাজতে রাখা। এছাড়া, এক সড়ক দুর্ঘটনায় নিহতের বাবা মামলা করতে না চাইলেও তাকে জোর করে থানায় ডেকে এনে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এতে করে তিনি ছেলের জানাজায় অংশ নিতে পারেননি।

জানা যায়, গত ৯ জুলাই গভীর রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মো. বায়োজিদের স্ত্রী নিশিদ আক্তারকে পুলিশ আটক করে। তিনি তার যমজ শিশু সন্তানদের নিয়ে থানায় যেতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু তবুও তাকে জোর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতেই হাজতে রাখা হয়।

পরদিন ওই নারী ও তার দুই শিশুর ছবি থানার নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমেও গুরুত্বসহকারে উঠে আসে।

ঘটনার পর পুলিশ সুপার স্বপ্রণোদিত তদন্ত শুরু করেন। তদন্তে অভিযোগের সত্যতা মেলায়, ওসি মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×