ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক সিএনজি মালিক সমিতির


ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক সিএনজি মালিক সমিতির

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা।

সোমবার (২৮ জুলাই) রাতে জেলা শহরের মেড্ডায় সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, গত দুদিন আমরা দাবি আদায়ে কর্মবিরতি দিয়েছিলাম। পরে আজ বিকেলে জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে পৃথক আলোচনা হয়। কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় ফলপ্রসূ না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্যে অবরোধ ঘোষণা করা হল। এ অবরোধ শুধু সড়ক পথে পালন হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুবজুল করিম ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া।

গত রোববার (২৭ জুলাই) সকাল থেকে জেলা জুড়ে এ কর্মবিরতি শুরু করেন সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×