চাঁদার টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘স্যুটার মান্নান’ নিহত
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০৩ এম, ২৯ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী দখল, চাঁদাবাজি ও বালুর অবৈধ ব্যবসাকে ঘিরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আলোচিত সন্ত্রাসী ‘স্যুটার মান্নান’। এই সহিংসতায় আরও ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার বড় কালীপুরা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে মুখোমুখি হয় দুই পক্ষের সদস্যরা। একপর্যায়ে হেলমেট ও জ্যাকেট পরা, মুখোশধারী অস্ত্রধারীরা একটি ট্রলারে অতর্কিতভাবে গুলি চালায়। প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
নিহত মান্নান (৪৫) উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলা গ্রামের বাসিন্দা এবং নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন—হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫) ও হামীম (৩২)।
মান্নানের পরিবারের দাবি, হোগলাকান্দি এলাকার লালু ও জুয়েল গ্রুপের ভাড়াটে অস্ত্রধারীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, “কয়েকদিন আগে সে আমাকে জানিয়েছিল, তাকে মেরে ফেলতে লালু-জুয়েল পেশাদার অস্ত্রধারীদের ভাড়া করেছে। আজ সেই কথাই সত্যি হলো।”
নৌ-পুলিশ সূত্র জানায়, মান্নানের দেহে দুটি গুলির চিহ্ন রয়েছে। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, “ধারণা করা হচ্ছে, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।”
এদিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ নিহত মান্নান সম্পর্কে বলেন, “মান্নান একজন চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র চালনায় সে ছিলো পারদর্শী। তাই এলাকায় ‘স্যুটার মান্নান’ নামে পরিচিত ছিল।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় নদী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।