মাইলস্টোনের শিক্ষার্থী উক্যা ছাইন মারমার প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫০ পিএম, ২৮ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত রাঙামাটির কিশোর উক্যা ছাইন মারমা প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার দুপুরে রাঙামাটি জেলার রাজস্থলী উপজলোর বাঙ্গালহালিয়ার ইউনয়িনরে কিউংধং পাড়ায় বিমান বাহিনী উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। সেখানে পৌঁছার পরে তার শ্মশানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিমান বাহিনী ছাড়াও উক্যা ছাইন মারমা বাবা, মা, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাঁরা উক্যা ছাইন মারমা পারিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবী জানান, মাইলস্টোনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয় বিদারক। আমরা এর জন্য গভীর শোক প্রকাশ করছি। এই ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে এখানে আসা। এই ঘটনায় আহতের দ্রুত সুস্থতা কামনা করছি। বিমান বাহিনী সবসময় জনগনের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগনের সেবায় কাজ করে যাবে।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিল রাঙামাটির ছেলে উক্যা ছাইন (এরিকশন)। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে সে মৃত্যুবরণ করে। উক্যা ছাইন মারমা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।