মহেশপুর সীমান্তে ফেলে যাওয়া ৩১ সোনার বার উদ্ধার, মূল্য ৬ কোটি টাকা


মহেশপুর সীমান্তে ফেলে যাওয়া ৩১ সোনার বার উদ্ধার, মূল্য ৬ কোটি টাকা

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালান ঠেকাতে চালানো অভিযানে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোরে কুমিল্লাপাড়া সীমান্ত থেকে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল ভোরবেলা মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালায়। এ সময় একটি সন্দেহভাজন চলাফেরা লক্ষ্য করা যায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিলেন। চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে বৃষ্টির মধ্যেই ভারতের দিকে পালিয়ে যান।

পরে পরিত্যক্ত ওই পোটলাগুলো উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। খোলার পর দেখা যায়, প্রতিটি পোটলায় সোনার বার রয়েছে—মোট ৩১টি। সেগুলোর ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বাজার মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত সোনার বিষয়ে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোনার বারগুলো জব্দ তালিকা প্রস্তুতের পর ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, “সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে এবং চক্রটি চিহ্নিত করার চেষ্টা চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×