রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৩২ পিএম, ২৬ জুলাই ২০২৫

পার্বত্য জেলা রাঙামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের প্রথম ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ফিতা কেটে আসামবস্তি এপিবিএন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
এরপর এপিবিএন অধিনায়ক মো. মাহফুজ আফজালকে 'গার্ড অব অনার' দেয়া হয়। এটির মধ্য দিয়ে রাঙামাটিতে প্রথম এপিবিএন ক্যাম্প উদ্বোধন হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের নিরাপত্তায় এপিবিএন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আসামবস্তি ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় জনমানুষের নিরাপত্তা আরও জোরদার হলো।