চাঁদাবাজ-সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩২ পিএম, ২৫ জুলাই ২০২৫

সিলেটে আয়োজিত এক সমাবেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা সিন্ডিকেট চক্রের কোনো স্থান হবে না।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির জুলাই মাসের পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নিজের বক্তব্যে তিনি বিএনপি কিংবা এর শীর্ষ নেতাদের সঙ্গে বিরোধিতার কথা অস্বীকার করে বলেন, "প্রিয় সিলেটবাসী, আমাদের অনেকেই বলেন আমরা বিএনপির বিপক্ষে রাজনীতি করি। আমরা বিএনপির বিরোধী নই, আমরা খালেদা জিয়ার বিরোধী নই, তারেক রহমানের বিরোধী নই, জিয়াউর রহমানের বিরোধীও নই। তবে বাংলাদেশে চাঁদাবাজ, সিন্ডিকেট আর সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেব না।"
বিদেশে অবস্থানরত সিলেটবাসীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তারা নিজেদের রক্ত ও শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। এ আত্মত্যাগের যথাযথ মূল্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "সরকার প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগ নিলেও এখনও আশানুরূপ অগ্রগতি দেখা যাচ্ছে না। আজ এই পুণ্যভূমি থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।"
ভবিষ্যৎ রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "আগামী দিনে যারা আমাদের সহযোদ্ধা হবেন, তাদের একটি শর্ত মানতে হবে- বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের রাজনীতি করা যাবে না। জনগণের রাজনীতিই করতে হবে।"
সমাবেশটি সঞ্চালনা করেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।