মাদারীপুরে বিপুল অস্ত্রসহ আটক ৬


মাদারীপুরে বিপুল অস্ত্রসহ আটক ৬

মাদারীপুরে একটি বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকা থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঘুনসী গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের দুই ছেলে কালাম ও মনু মাতুব্বর, কালামের স্ত্রী লাকি বেগম, মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম এবং শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার।

বিকেলে মাদারীপুর সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সমন্বিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি, একটি ইয়ারগান ও ১২০ রাউন্ড কার্টিজ, একটি কাটা ৩০৩ রাইফেল, দুটি স্টিলের গিয়ার চাকু, দুটি চাইনিজ কুড়াল, সাতটি রামদা, একটি বল্লম ও ১৮টি টেটা, একটি বেসবল ব্যাট, এক পুঁড়িয়া গাঁজা, একটি টর্চ লাইট, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি মোবাইল ও একটি ট্যাবলেট ডিভাইস।

মেজর ফয়সাল ফারুক আরও বলেন, “আটকদের কাছে অস্ত্রগুলো অবৈধভাবে রাখা হয়েছিল এবং তারা সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডে এসব ব্যবহার করতেন।”

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, “তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×