সাজেক সড়কে ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, পর্যটকদের মাঝে স্বস্তি
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৫৬ পিএম, ২৪ জুলাই ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড় ধসের কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে সড়কটি পুনরায় চালু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
এর আগে, ভোর রাত থেকেই সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে শতাধিক পর্যটক বিভিন্ন স্থানে আটকা পড়ে যান এবং তাদের ভ্রমণের সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকেরা নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, “গত রাতের ভারি বর্ষণের ফলে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। এর মধ্যে নন্দারাম এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ছিল। সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক থেকে মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। দুপুর আড়াইটার পর সড়ক পুরোপুরি সচল হয়।”