ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য সরকারী আর্থিক অনুদানের চেক হস্তান্তর
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৫০ পিএম, ২৩ জুলাই ২০২৫

জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সরকারী আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ সময় তিনি বলেন, ঋতুপর্ণা আমাদের গর্ব। তার মমতাময়ী মা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেক প্রতিষ্ঠান অর্থ সহায়তা প্রদান করেছে। আমরা জেলা প্রশাসন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এই বিষয়ে অবগত করার পর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাজী আতিকুর রহমান, এনডিসি এস এম মান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঋতুপর্ণার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সরকারী অনুদানের দুই লক্ষ টাকার চেক ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার নিকট হস্তান্তর করা হয়।
অর্থ সহায়তার চেক পেয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতুপর্ণার পরিবার।