কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:১২ পিএম, ২২ জুলাই ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মঙ্গলবার (২২ জুলাই) সকালে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ইয়াছমিন (৯) ও জান্নাতুল ফেরদাউস (৮) নামে দুই শিক্ষার্থী। উপজেলার সাকসি গ্রামে ভূইয়া বাড়ির পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়াছমিন সাকসি গ্রামের মো. দাউদের কন্যা এবং জান্নাতুল ফেরদাউস তৈয়াসা গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের মেয়ে। দুজনেই নগর শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত—ইয়াছমিন চতুর্থ শ্রেণির আর জান্নাত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতের মা আগেই মৃত্যুবরণ করেছেন। সে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করছিল।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাৎ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পানিতে ডুবে যাওয়া দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখি হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।"
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার প্রস্তুতির আগে ইয়াছমিন ও জান্নাত পুকুরে গোসল করতে গিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবার খোঁজ নিতে শুরু করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন চৌধুরী বলেন, "দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।"
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।