বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম


বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করে বলেছেন, দেশে দুই প্রধান দলই দুর্নীতিতে নিমজ্জিত। তার ভাষায়, “আওয়ামী লীগ হচ্ছে শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। এরা মুচি, ঋষি থেকে শুরু করে টেম্পোস্ট্যান্ড পর্যন্ত সবাইকে জ্বালিয়ে তোলে। আমরা এই চাঁদাবাজদের হাত থেকে মুক্ত একটি রাষ্ট্র চাই।”

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রকৃত সংকট কাঁটাতারের বেড়ায় নয়, বরং আদর্শ ও নীতির জায়গায়। “এই দেশ মুসলমানদের, এখানেই আমাদের পার্থক্য। যারা ইসলামকে দুর্বল করতে চায়, তারা একদিন দেশের স্বাধীনতাকেই বিপন্ন করবে। সিকিম, কাশ্মীর, হায়দরাবাদ একসময় স্বাধীন ছিল, এখন ভারতের করতলে। আজকে ভারত এমন এক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকেই ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এটা নিছক কাকতাল নয়,” বলেন ফয়জুল করীম।

দেশের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “যে দলগুলো বারবার ব্যর্থ হয়েছে, সেই লাঙল, নৌকা কিংবা ধানের শীষকে আবার সুযোগ দিয়ে লাভ নেই। এবার একবার হাতপাখাকে সুযোগ দিন। একবার যদি আমরাও ফেল করি, তবে আর নির্বাচনের হলে ফিরব না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ, জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, প্রবাসী উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), এবং মাওলানা শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার সমালোচনা করেন এবং বিকল্প রাজনীতির আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×