মুন্সীগঞ্জে প্রাইভেটকারে পালানোর সময় গরুসহ গাড়ি জব্দ
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২৮ পিএম, ১৮ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরি হওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেটকারে করে পালানোর সময় গরুটিসহ গাড়িটি জব্দ করা হলেও, কেউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পদ্মা সেতু উত্তর থানাধীন কাজিরপাগলা এলাকায় একটি প্রাইভেটকার যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে থেমে গেলে পুলিশের সন্দেহ হয়। গাড়ির ভেতরে একটি গরু দেখতে পায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গাড়িতে থাকা গরুটি উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকা থেকে একই দিন ভোরে চুরি হয়। গরুর মালিক ইমদাদুল ইসলাম ইমন (২০) শ্রীনগর থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ইমন জানান, তার গোয়ালে থাকা ৭-৮টি গরুর মধ্যে একটি চুরি হয়ে যায়। পরে গাড়িসহ গরু উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে তিনি সেটিকে শনাক্ত করেন।