স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে: নার্গিস বেগম


স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, রাজনৈতিক বিভক্তির পরিণতি গোপালগঞ্জে সবাই প্রত্যক্ষ করেছে। স্বৈরাচারী শাসক বিদায় নিলেও তাদের সহযোগীরা এখনও সক্রিয় এবং ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সকলকে নির্বাচনের পথে ফিরে এসে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নার্গিস আরও বলেন, অতীতে নিরস্ত্র জনতার শক্তিতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়েছিল। ভবিষ্যতেও, গণতন্ত্রের পথে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ফ্যাসিবাদের প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। এখনই যদি সবাই সচেতন না হয়, তাহলে আবারও গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, "অনেকে ভাবছেন আন্দোলনের গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু সত্যি হলো লড়াই এখনো শেষ হয়নি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো একটি ধাপ মাত্র, তবে হারিয়ে যাওয়া গণতন্ত্র এখনো ফিরিয়ে আনা যায়নি। তাই নতুন করে শপথ নিতে হবে এই সংগ্রাম চলবে যতদিন না প্রকৃত গণতন্ত্র ফিরে আসে।"

বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, ইমদাদুল হক ইমদা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন যুবদলের জেলা যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×