রাজনৈতিক দলের কর্মসূচী এবং বক্তব্যের সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি


রাজনৈতিক দলের কর্মসূচী এবং বক্তব্যের সময় হিসাব-নিকাশ করতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গোপালগঞ্জে সাম্প্রতিক যে সহিংস ঘটনা ঘটেছে, তা এখনও দেশের মানুষ ভুলে যায়নি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, কর্মসূচি ঘোষণা কিংবা বক্তব্য দেওয়ার আগে দেশের পরিস্থিতি ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রার দিক বিবেচনায় নিতে হবে। সবার উচিত এমন পদক্ষেপ নেওয়া যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত না হয়। এজন্য রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। এই সরকার ব্যক্তি বা দলের নয়, এটি গণমানুষের আন্দোলনের ফসল। তাই জনগণের প্রত্যাশাও বেশি। তবে তিনি সতর্ক করেন আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই মিলে সমাজকে আলোকিত করতে হবে। গুম, খুন, হুমকি, মুক্তিপণ আদায় ও ব্যবসায়ীদের জিম্মি করার মতো ঘটনাগুলো যেন আর না ঘটে এমন একটি সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, গত ১৬-১৭ বছরে এসব নেতিবাচক প্রবণতা সমাজে জায়গা করে নিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার এখনই সময়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাজুস সভাপতি সমীর কর্মকার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, পরিচালক স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা এবং বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×