গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ


গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশিদসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা আন্দোলনে সাহসী ভূমিকা রাখা ব্যক্তিদের ওপর ফ্যাসিস্ট সরকার ও নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×