লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারনুর রশীদের নেতৃত্বে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ ও লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন রতনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা ১৭ বছর স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে রাজপথে ছিলাম। আগামি নির্বাচনের ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। কয়েকটি দল ইর্ষান্বিত হয়ে বিএনপি বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সে লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে।