লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খাল পরিষ্কারে মাঠে ইউএনও


লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খাল পরিষ্কারে মাঠে ইউএনও

জলাবদ্ধতার নিরসনে লক্ষ্মীপুর শহরের রহমতখালী খাল পরিষ্কারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ জুলাই) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়। পরিষ্কার অভিযানে অংশ নেয় বিডি ক্লিন ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রশাসনের উপস্থিতিতে খাল থেকে কচুরিপানা, আবর্জনা ও দীর্ঘদিন জমে থাকা ময়লা অপসারণ করা হয়। প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্ষা শুরুর আগেই এমন উদ্যোগ কার্যকর হলে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

২০২৪ সালের বর্ষায় লক্ষ্মীপুর শহরের বহু এলাকা দীর্ঘদিন পানির নিচে ছিল। এতে পানি বিন্দ হয়ে পড়ে অসংখ্য মানুষ।  তখন খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং খালে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি সরে যেতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকে এবছর আগেভাগেই খাল পরিষ্কারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা।

এসময় ইউএনও’র নেতৃত্বে খালের ভেতর মাছ ধরার জন্য পেতে রাখা বেশ কয়েকটি বেলজাল ও অন্যান্য ফাঁদ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, “লক্ষ্মীপুর শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মানুষের দুর্ভোগ লাগবে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।"

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের কার্যক্রম যদি নিয়মিত এবং ধারাবাহিকভাবে পরিচালিত হয় তাহলে লক্ষ্মীপুর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×