কুমিল্লার তিতাসে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


কুমিল্লার তিতাসে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাসে ব্যস্ততম সড়ক গৌরীপুর হোমনা সড়কের দড়িকান্দি এলাকার রাস্তায় পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ। শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানান, রাত ৩টা থেকে ৪টার মধ্যে মরদেহটি এখানে ফেলা হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। তার পড়নে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মরদেহের পাশে রক্তমাখা একটি ছুরি পাওয়া গেছে। মরদেহের গলা একটি হলুদ ওড়না দিয়ে পেছানো ছিল।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ ঘটনর সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডটি অন্যত্র হতে পারে। জায়গাটি নিরাপদ ভেবে এখানে মরদেহটি ফেলে যায়। যদি এখানে তাকে মারা হতো তাহলে আশেপাশে প্রচুর রক্ত থাকতো। ঘাতকরা রক্তমাখা ছুরিটিও মরদেহের পাশে ফেলে গেছে। মরদেহ সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×