নির্বাচনের আগে সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি এনসিপির


নির্বাচনের আগে সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন শুধুমাত্র একটি দিন নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা উচিত বিচার ও কাঠামোগত সংস্কার। জনগণ বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বাধীনতার পর ৫৪ বছরে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এনসিপি সে ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং চায় প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র যেন নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করে। তিনি বলেন, আমলাতন্ত্র কারও আনুগত্যে নয়, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়িত হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে মানুষের সংখ্যা নয়, নৈতিক অবস্থানই মুখ্য। তিনি অতীতের ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে বলেন, অল্পসংখ্যক মানুষ দিয়েই যে পরিবর্তনের সূচনা সম্ভব, তা ইতোমধ্যেই প্রমাণিত। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে দায় ও দায়িত্বের ভিত্তিতে ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি।

যশোর জেলার সমস্যা তুলে ধরে তিনি বলেন, এখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নয়নবঞ্চিত। যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ও আইসিইউ এখনো সম্পূর্ণরূপে চালু হয়নি। পাশাপাশি ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং বেনাপোল সীমান্তে দুর্নীতি ও মাদকের প্রসার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন দলের মুখ্য সমন্বয়ক (উত্তর অঞ্চল) সারজিস আলম এবং বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাকিব শাহরিয়ার, খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আখতার হোসেন বলেন, রাজনৈতিক আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে কিছু দল সুবিধা নিয়ে ঘরে ফেরে, কিন্তু এনসিপি সংস্কারের স্বপ্ন ছেড়ে পিছু হটবে না। তিনি দাবি করেন, শাপলা প্রতীকের ব্যবহার নিয়েও ষড়যন্ত্র চলছে যাতে এনসিপিকে প্রতীক না দেওয়া হয়।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, কেবল নির্বাচনের কথা বললে হবে না, যদি বর্তমান ব্যবস্থার সংস্কার না হয়, তাহলে সেই নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না। তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে থাকলেও, ‘দাদাগিরি’র বিরোধিতা করেন।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যখনই এনসিপি দুর্নীতি বা নির্বাচন কমিশনের স্ববিরোধিতা নিয়ে কথা বলে, তখন কিছু রাজনৈতিক দল ক্ষুব্ধ হয়ে পড়ে। তিনি প্রশ্ন রাখেন, এসব দল কী তবে সংস্কারের বিরোধিতা করছে?

পূর্ববর্তী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে যশোর শহরের একটি হোটেলে এনসিপি জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভাতেও দলের বিভিন্ন কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা অংশগ্রহণ করেন এবং সংস্কারভিত্তিক রাজনৈতিক রূপান্তরের পক্ষে মত প্রকাশ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×