শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়েছে দুদক


শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়েছে দুদক

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের (প্রধান সড়ক) হরিকুমারিয়া এলাকার শাজাহান খানের বাসভবনে কাউকে না পেয়ে দরজায় নোটিশটি টানানো হয়।

নোটিশে বলা হয়েছে, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশি খান, তার স্বামী তানভীর হাসান এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী নোটিশ দাখিলের ২১ কার্যদিবসের মধ্যে দুদকের অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগের পরিচালকের কাছে দাখিল করতে হবে।

মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, ‘আমরা তাদের সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ দিতে এসেছিলাম। কিন্তু বাড়িতে তাদের কাউকে না পেয়ে, নোটিশটি তাদের বাসভবনের দরজায় টাঙিয়ে দিয়ে গেলাম।’

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×