উপকূলের মানুষের অধিকার আন্দোলন আরসিপি'র যাত্রা শুরু
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০০ পিএম, ১০ জুলাই ২০২৫

উপকূলীয় এলাকার মানুষের যথোপযুক্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অধিকার সচেতন করার লক্ষ্যে রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি) নামের একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৩ এপ্রিল ভোলার চরফ্যাশনের একটি মিলনায়তনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং মহাসচিব নির্বাচিত হন চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ইব্রাহীম খলিল সবুজ। কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, যুগ্ম মহাসচিব নুরুল্লাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক জুলকার নাইম, সাংস্কৃতিক সম্পাদক সানজিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন আসাদ, নারী বিষয়ক সম্পাদক, সারাতুন তাওয়ামা সাবরিন। এছাড়া ওসমান গনি, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ তরিকুল ইসলাম মাসুম এবং হাসান আল বান্না সদস্য হিসেবে কাজ করবেন।
প্রাথমিকভাবে ভোলা জেলায় এবং পর্যায়ক্রমে অন্যান্য উপকূলীয় এলাকার নাগরিকদের অধিকার নিয়ে কাজ করবে সংগঠনটি।