রংপুরে শর্টসার্কিটে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই


saurav/c224f1b252d5d0fd0b35edfb9d2cd0a0c338a4ec3a4b5f88.jpg

রংপুর নগরীর নজিরেরহাট বাজারে বুধবার (৯ জুলাই) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। 

দোকান মালিকদের দাবি, এতে প্রায় ২৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোদ্দার জানান, রাত সাড়ে ১২টার দিকে নজিরেরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি লেপ-তোশকের দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।

নজিরেরহাট বাজার ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক ফারুক হোসেন ফিরোজ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে লিমন ও সুমন মিয়ার 'কোহলি স্টোর' সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। আগুন নেভানোর সময় কিছু দোকানের কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×