কুমারখালীতে ভাবিকে ধর্ষণের মামলায় দেবর গ্রেফতার


February 4 2025/image-634634-1673621614.jpg

কুষ্টিয়ার কুমারখালীতে বড় ভাবিকে ধর্ষণের মামলায় দেবরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক নাঈম হোসেন (২০) শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মঙ্গলবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ের দেবর নাইম হোসেন প্রায়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিত। সোমবার রাতে তার জামাই পদ্মা নদীতে নৌকায় কাজ করতে গেলে নাঈম রাত ১১টার দিকে তার মেয়ের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় নাঈমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, বড় ভাবিকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার দেবরের বিরুদ্ধে থানায় একটি এজাহার দেন। রাতে আসামিকে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×