নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ১০৩ কোটি টাকার বাজেট ঘোষনা


budget.jpg

নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ১০৩ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার (৯জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে ২০২৫-২০২৬অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।

বাজেটে আয় ধরা হয়েছে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬হাজার ৩৯১ টাকা। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে একই অর্থ ব্যয় হিসেবে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, সহকারি প্রকৌশলী শামছুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর ফজলে রাব্বানি, আবদুল্লাহ হিল হাকিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, “এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।” এছাড়াও নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় তিনি আগামী দিনে পৌরসভার আরও  কাঙ্ক্ষিত উন্নয়নের আশা প্রকাশ করেন।
এদিকে বাজেট অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং স্বচ্ছ ও কার্যকর বাজেট বাস্তবায়নে প্রশাসকের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×