মাদারীপুরে শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা


February 4 2025/1000018996.jpg

মোহাম্মদ ইমদাদুল হক মিলন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, "পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার-পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হোন। যার যতটুকু জায়গা আছে, সেখানে অন্তত একটি গাছ লাগান।"

তিনি জানান, মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। এসময় অনুষ্ঠানে আগত প্রতিটি অতিথিকে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার উপপরিচালক মো. হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই মেলায় পরিবেশবান্ধব চারা বিক্রি ছাড়াও সচেতনতামূলক আলোচনা ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×