হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক


হাসনাত আব্দুল্লাহকে হুমকি, বিএনপি কর্মী আটক

নাটোরের বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে এক বিএনপি কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (৬ জুলাই) রাতে উপজেলার আগ্রান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম খোরশেদ আলম (৪০)। তিনি স্থানীয়ভাবে বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বড়াইগ্রামে এনসিপির চলমান ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে বনপাড়ায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ নামের একটি ফেসবুক পেজে একটি প্রচার পোস্ট করা হয়। সেই পোস্টের নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয় "একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কী করতে পারি।"

কমেন্টটি নজরে এলে এনসিপির পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে খোরশেদ আলমকে আটক করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন সোমবার (৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পর ডিবি পুলিশ অনুসন্ধানের মাধ্যমে হুমকিদাতা শনাক্ত করে তাকে আটক করেছে।”

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×