রিকশাচালক হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫৬ পিএম, ০৭ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৩০ জুন রিমান্ড শুনানির তারিখ থাকলেও উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন পেন্ডিং থাকায় ৭ জুলাই রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। শুনানিকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নাম্বার আসামি।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে আমরা ফৌজদারি মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় আমরা রিমান্ড শুনানির তারিখ আরও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, তুহিন হত্যা মামলার আসামি আইভীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। উচ্চ আদালতে জামিন আবেদন পেন্ডিং থাকায় আসামিপক্ষ রিমান্ড শুনানি পেছানোর আবেদন জানালে আদালত ৭ জুলাই রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। তবে আসামিপক্ষ আবারো রিমান্ড শুনানি পেছানোর আবেদন করলেও আদালত সেটা আমলে নেয়নি। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৯ মে নগরীর দেওভোগের চুনকা কুটির থেকে মেয়র আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করা হয়।