বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু


saurav/inbound2091182514161690578.jpg

বগুড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রাকিব হোসাইন মোস্তাকিম। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিমাদ্রিপাড়া গ্রামের বাসিন্দা। মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন ওয়াপদা গেট এলাকায় পৌঁছালে ট্রেনের সঙ্গে মোস্তাকিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×