বিধবা ঝর্ণা রাণীর ঘরের দায়িত্ব নিলেন জামায়াত নেতা রেজাউল করিম


saurav/WhatsApp Image 2025-07-06 at 5.09.09 PM.jpeg

লক্ষ্মীপুরে অসহায় এক বিধবা হিন্দু মহিলার ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম। রোববার (৬ জুলাই) সকালে তিনি সদর উপজেলাধীন বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানুল্ল্যাপুর গ্রামের বিধবা ঝর্ণা রানীর জরাজীর্ণ ঘর পরিদর্শন করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।

রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্ল্যাহপুর গ্রামে রোববার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম। সেখানে তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী ঝর্ণা রাণী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি ড. রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।

ড. রেজাউল করিম বলেন, “মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যে-ই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ব্যতিক্রর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাসেল, বাঙ্গাখাঁ ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারী, ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজ উল্লা, শ্যামল ডাক্তার, সুমন মজুমদার, জীবন চন্দ্র শীল, কার্তিক চন্দ্র শীল, শ্যামল মজুমদার, দিলীপ দাস প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×