মাছ শিকারের আড়ালে নৌকায় মাদক ব্যবসা, নারীসহ গ্রেপ্তার ৪
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫৬ পিএম, ০৬ জুলাই ২০২৫

মাদারীপুরে মাছ শিকারের নামে নৌকায় মাদক ব্যবসা করার অভিযোগে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। এ সময় এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের মাদক ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্পা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসীর ছেলে নয়ন খালাসী (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, "বাজিতপুরে দীর্ঘদিন ধরে একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল ইয়াবা ব্যবসায়ী সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালান। এ সময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যান।"
তিনি আরও জানান, "তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই ইয়াবা বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ, পানির মধ্যে ইয়াবা গলে গেলে ওই মাদক ব্যবহারও করা যাবে না আর তাদের ধরেও আনা যাবে না। এজন্য তাদের ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যাপারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে যেন মাদক না থাকে।"