নাহিদ ইসলামকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ পরিবারের সদস্যরা
- বগুড়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৫৫ পিএম, ০৫ জুলাই ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন মোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নাহিদ ইসলামকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। অনেকেই আপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা গণঅভ্যুত্থানে নিহত স্বজনদের জন্য দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
শহীদ পরিবারের সঙ্গে এক আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়েছেন, তাদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, বছর ঘুরে আবার এসেছে জুলাই। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানানোর দিনগুলো আমরা পালন করব। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের সরকার—সব সরকারেরই দায়িত্ব হবে এই পরিবারগুলোর আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা।
সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।