ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে হামলা, বিএনপির ১৬ জনের নামে মামলা


February 4 2025/A-k-azad_20250705_111321815.jpg

ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের চড়াও হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় হা-মীম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান ফরিদপুর কোতোয়ালি থানায় এজাহার দাখিল করেন।

মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম, ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ।

থানার ডিউটি অফিসার আহাদউজ্জামান জানিয়েছেন, ওসি বাইরে রয়েছেন। তিনি ফিরে আসার পর বিষয়টি তাকে জানানো হবে।

মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় এ কে আজাদের অফিস, বাসায় হামলার ঘটনা ঘটে। অভিযোগকারী রাফিজুল খান বলেন, ঘটনার সময় তিনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার, নিরাপত্তাকর্মী, কেয়ারটেকার, গৃহপরিচারিকা ও অন্যান্য কর্মীদের সঙ্গে কর্মরত ছিলেন।

তিনি দাবি করেন, হঠাৎ একদল সন্ত্রাসী বাড়ির নিরাপত্তাকর্মীকে খুন-জখমের হুমকি দিয়ে ভেতরে ঢুকে ত্রাস সৃষ্টি ও গালিগালাজ করতে থাকে। তিনি উঠানে বের হলে বিএনপি নেতা গোলাম মোস্তফা তাকে হুমকি দিয়ে বলেন, ‘তোর স্যার এ কে আজাদ যেন ফরিদপুরে না আসে। এলে তাকে হত্যা করে মরদেহ পদ্মায় ভাসিয়ে দেব। তার সব বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেব।’

অভিযুক্তরা এরপর ভয়ভীতি সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা গোলাম মোস্তফা বলেন, ‘বাড়িটিতে আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা গিয়েছিলাম। আমরা কেউ কোনো হুমকি দিইনি বা ঢিল ছুড়িনি। যিনি অভিযোগ করেছেন, তাকেই তা প্রমাণ করতে হবে।’

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার এম এ জলিল বলেন, ‘অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে—এই অভিযোগে গত বৃহস্পতিবার বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা এ কে আজাদের ঝিলটুলীস্থ বাড়িতে চড়াও হন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×