বগুড়ায় ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার


saurav/bgura-1751648699.jpg
বগুড়ায় ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চারমাথা গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তির নাম রিপন ইসলাম (২৬)। তিনি পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে। তবে তিনি পেশায় কী করেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহাগ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিপন পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পরে গোদারপাড়া বাজারে ঘুরছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বাজারের লোকজন তাকে আটকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

রিপন রেলওয়ে পুলিশের আ. কুদ্দুস নামে এক কনস্টেবলের পোশাক পরেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।       

এদিকে গ্রেপ্তার রিপন দাবি করেছেন তিনি এই পোশাক চারমাথা ফ্লাইওভারের নিচে পেয়েছিলেন। আর তিনি পুলিশের পোশাক শখ করে পরেছিলেন।                      

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×