ফেনীতে ছাত্রলীগ নেতার আটকের খবরে বাবার মৃত্যু


saurav/8a018708b9004acf735166340ad985fc.jpg

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক স্থানীয় নেতা আলী হোসেন ফাহাদ (২০) কে আটক করার পর, থানায় গিয়ে ছেলেকে আটক অবস্থায় দেখে স্ট্রোক করে মৃত্যু হয় বাবার। বাবার মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে ছেলেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদ (২০) কে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে শর্শদী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। তার বিরুদ্ধে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে এই গ্রেপ্তার করা হয়, তবে তিনি মামলার এজাহারনামীয় আসামি নন।

ছেলের আটকের খবরে তার বাবা আলী আকবর ফেনী মডেল থানায় যান। সেখানে ছেলেকে আটক অবস্থায় দেখে চেয়ারে বসেই স্ট্রোক করেন তিনি। দ্রুত তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ওসি সামসুজ্জামান বলেন, মানবিক বিবেচনায় এবং ভবিষ্যতে আদালতে হাজির হওয়ার শর্তে ফাহাদকে তার আত্মীয়-স্বজনদের জিম্মায় জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×