কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার


saurav/image_201984_1751610279.webp

কুমিল্লায় অভিযান চালিয়ে অস্ত্রসহ বিএনপির এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (ভোর ৫টার দিকে) জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি খোকন মিয়া (৫৫), যিনি পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে খোকন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হলে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারক খোকন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×