চট্টগ্রামে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত


চট্টগ্রামে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৫ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে গত কয়েকদিনে মোট ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে আটজন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আরেকজন পটিয়া উপজেলার বাসিন্দা। 

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, নির্দেশনা মেনে আমরা নমুনা পরীক্ষা করছি। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি। জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছরের বেশি বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো, নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×