সালিসের রায় ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাসহ ৮ জনকে কুপিয়ে রক্তাক্ত, গ্রেপ্তার ৩


সালিসের রায় ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাসহ ৮ জনকে কুপিয়ে রক্তাক্ত, গ্রেপ্তার ৩

বগুড়ার ধুনট উপজেলায় সালিস বৈঠকে রায় ঘোষণাকে কেন্দ্র করে হামলা, বাড়িঘর ভাঙচুর ও কোপাকুপিতে ছাত্রদল নেতা ও এসএসসি পরীক্ষার্থীসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে।

আহতরা হলেন- উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আল-মাহমুদ সরকারের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাসান (২৫), মজিবর রহমানের ছেলে আশাদুল ইসলাম (৪৫), আফজাল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪০), আকবর হোসেনের ছেলে ইউনুস আলী (২৮), তোতা মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী পলাশ হোসেন (১৭), আজগর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), আলমগীর হোসেন (৩৩) ও বাচ্চু সেখ (৪২)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ধেরুয়াহাটি গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে নাসির উদ্দিন ও জেল হকসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

এর আগে শুক্রবার রাত ৮টায় ধেরুয়াহাটি গ্রামে আইয়ুব আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধেরুয়াহাটি গ্রামের আজগর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), আলমগীর হোসেন (৩৩) ও শিমুলকান্দি গ্রামের আব্দুল মোমিনের ছেলে তানভীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, নারী কেন্দ্রীক ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যার পর আইয়ুব আলীর বাড়িতে সালিস বৈঠক বসে। ওই বৈঠকে রায় ঘোষণাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আজগর আলীর ছেলে জেল হক ও তার লোকজন হামলা চালিয়ে আইয়ুব আলীর বাড়িঘর ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে। এই সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×