কিশোরগঞ্জ হাওরে নৌকায় মাদক সেবন করে নাচানাচি, ৩৯ কিশোর আটক


February 4 2025/1749885834_2e8b58027b85e06b939c.jpg

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর এলাকায় নৌকায় সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচির সময় মাদকসহ ৩৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। এদের মধ্যে ৩৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বাদলা ইউনিয়নের হাওর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। আটকদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯টি বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। 

ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর জানান, ‘অভিযানকালে আটক ৩৯ জনের মধ্যে ৩৭ জনের বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি দুজনের কাছে ইয়াবা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদলা ইউনিয়নের হাওরে একটি নৌকা ভাড়া করে কিশোরদের একটি দল উচ্চ শব্দে গান বাজিয়ে আনন্দ-উৎসব করছিল। নাচানাচির পাশাপাশি তারা মাদকও সেবন করছিল বলে অভিযোগ ওঠে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে সবাইকে আটক করে।

পুলিশ জানিয়েছে, হাওরে এমন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×