ওজু করার সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে


ওজু করার সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

লক্ষ্মীপুরে রায়পুরে কথা কাটাকাটির জেরে মাদকাসক্ত ছেলের হাতে দেওয়ান সর্দারকে (৭৫) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন (৩৫) মাদকাসক্ত এবং মাদকবিক্রির সঙ্গে জড়িত। কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। ঈদের আগে জামিনে পায় তিনি। পরে বাড়ি ফিরেই আবারো মাদকের কাছে  বিলিয়ে দেয় নিজেকে যা মানতে পারে নাই তার বাবা, একপর্যায়ে এসব নিয়ে কাটাকাটি হয়। পরে রাতে আলী দেওয়ান সর্দার এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলের কাছে ওজু করতে গেলে পেছন থেকে ছেলে মামুন তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটকে অভিযান চলছে। 

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×