রাজশাহীতে কোরবানির পশুর চামড়া নদীতে


রাজশাহীতে কোরবানির পশুর চামড়া নদীতে

রাজশাহীতে কোরবানির পশুর ১২০-১৩০টি চামড়া ফেলে দেওয়া হয়েছে নদীর পানিতে। রোববার (৮ জুন) রাতে বায়া নওহাটা রাস্তার ওপর বারনই নদীতে রাতের অন্ধকারে কে বা কারা এসব চামড়া ফেলে যায়।

স্থানীয়রা জানান, রোববার রাতে কে বা কারা এসব কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে যায়। সোমবার (৯ জুন) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে। প্রায় ১২০ থেকে ১৩০টি চামড়া জলাবদ্ধ পানিতে আটকে এরই মধ্যে পচতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা শিহাব আলী বলেন, সকালে আমরা নদীর পানিতে চামড়া পড়ে থাকতে দেখেছি। তবে কে বা কারা ফেলে গেছে সেটি জানা নেই। এসব চামড়া পানিতে পচতে শুরু করেছে ও প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, যেসব চামড়া নদীতে ফেলে গেছে এগুলো ছাগল ও ভেড়ার চামড়া। এবার কোরবানির ছাগল ও ভেড়ার চামড়ার দাম কম থাকায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, বারনই নদীতে কেউ চামড়া ফেলে গেছে বিষয়টি আমার জানা নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×