সাতক্ষীরার ২০ গ্রামের মানুষ উদযাপন করেছেন ঈদুল আজহা


সাতক্ষীরার ২০ গ্রামের মানুষ উদযাপন করেছেন ঈদুল আজহা

প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে সময় সূচি মিলিয়ে সাতক্ষীরা সদর ও তালা উপজেলার একাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী এলাকার আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ শুরু হয়। এ নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময় বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে মাওলানা মোহাব্বত আলী নামাজে ইমামতি করেন।

ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশেপাশের প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা এসব জামাতে অংশগ্রহণ করেন। নামাজে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন।

স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০টিরও বেশি গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা এ নিয়ম মেনে চলছেন এবং ভবিষ্যতেও তা বজায় রাখবেন।

স্থানীয়রা জানান, গত দশকেরও বেশি সময় ধরে তারা সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। এবারও সেই ধারাবাহিকতায় শুক্রবার সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন তারা। নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×