লক্ষ্মীপুর পলিটেকনিক নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


লক্ষ্মীপুর পলিটেকনিক নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় আরমান হোসেন ভূঁইয়া নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (১ জুন) রাতে রায়পুর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার আরমান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।

তিনি লক্ষ্মীপুর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের ঝুমুরে শিক্ষার্থীদের ওপর স্বসস্ত্র হামলা চালান আরমানসহ তার অনুসারীরা। এ ছাড়া শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছেন তিনি। 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আরমান সদর থানায় শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত।

তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×