নিবন্ধন ফিরে পাওয়ায় পাবনায় জামায়াতের শোকরানা মিছিল


নিবন্ধন ফিরে পাওয়ায় পাবনায় জামায়াতের শোকরানা মিছিল

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মিছিল করেছে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।

রোববার (১ জুন) উপজেলার দেবোত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকরানা মিছিলটি শুরু হয়। মিছিলটি পাবনা-চাটমোহর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে দেবোত্তর মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আটঘরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলার নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা আমির মাওলানা মো. নকিবুল্লাহ, উপজেলা নায়েবে আমির মাওলানা নাসির প্রমুখ।

সমাবেশে মাওলানা জহুরুল ইসলাম খান অতীতের ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের দল ও আদর্শ নিয়ে কাজ করুন, আমরা কোনো বাধা দেব না। আমরাও আমাদের মতো কাজ করতে চাই। কিন্তু আমাদের যদি বাধা দেওয়া হয়, ভারতের ভাষায় কথা বলা হয়, ফ্যাসিবাদের ভাষায় কথা বলা হয়- তাহলে জামায়াতের নেতাকর্মীরা চুপ থাকবে না।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×