রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজশাহী নিউ মার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ নামে একটি বহুতল শপিং সেন্টারে আগুন লেগেছে। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে সেখানে। বহুতল এই বাণিজ্যিক ও আবাসিক ভবনের মালিক আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা গেছে, থিম ওমর প্লাজার সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন।

আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ২ জনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সাত তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×