গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল : পিআইবি মহাপরিচালক


গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল : পিআইবি মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, গত ১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল। যে কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারিনি। যদি সঠিক সাংবাদিকতা ও জবাবদিহিতার জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকতো।

তিনি আরও বলেন, কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল। যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

রোববার (২৫ মে) বিকেলে পিআইবির উদ্যোগে কক্সবাজারে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে ফারুক ওয়াসিফ এ কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, প্রেসক্লাব সদস্য আমিনুল হক চৌধুরী, আবু ছিদ্দিক ওসমানী ও কর্মশালায় অংশ নেওয়া দুইজন সাংবাদিক।

ফারুক ওয়াসিফ বলেন, সামান্য একটা ট্রেনিং প্রোগ্রাম করার জন্যও ফ্যাসিস্ট সরকারকে সরাতে হয়েছে। পিআইবির ট্রেনিংয়ে অংশ নিতে গত ১৫ বছর অপেক্ষা করতে হয়েছে অনেক সাংবাদিককে। শুধু পিআইবি নয়, তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। এখন এসব প্রতিষ্ঠান সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, আমরা পিআইবি থেকে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে সংযুক্ত। তাদের আমরা নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এর মধ্যে যেমন ফ্যাক্ট চেকিং রয়েছে, তেমনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে মানুষের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সে বিষয়েও আমরা তাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের নিজেদের গবেষণার আর্কাইভ গড়ে তোলার চেষ্টা করছি, যাতে এটির আলাদা জায়গা থাকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×