আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেপ্তার, দিলেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান


আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেপ্তার, দিলেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান

নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই নেত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে তাকে জুতা ছুড়ে মারে উত্তেজিত জনতা। 

শনিবার (২৪ মে) রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত- রজনী আক্তার তুশি ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীসহ বিএনপি দলের নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই নেত্রীকে অবরুদ্ধ করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’, বলে স্লোগান দেয়। 

এ সময় উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। উত্তেজিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যাবো। আমাকে কেন মবের শিকার করা হলো।’

পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে ওই নেত্রী ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। পাশের বাড়িতে তার এক আত্নীয়ের পরিচয়ের সুবাদে তিনি এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×