কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ছবি: প্রতীকী ছবি

জেলার চকরিয়া উপজেলায় আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহজাহান (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাহজাহান কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া এলাকায় একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এ সময় মোটরসাইকেল আরোহী শাহজাহান সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ শাহজাহানকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক আরিফুল আমিন বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহজাহানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×