মাদারীপুরে শেষ হয়েছে অনুর্ধ্ব ১৪ এ্যাথলেটিক্স প্রশিক্ষণ, সনদ বিতরন


মাদারীপুরে শেষ হয়েছে অনুর্ধ্ব ১৪ এ্যাথলেটিক্স প্রশিক্ষণ, সনদ বিতরন

মাদারীপুরে সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে অনুর্ধ্ব ১৪ এ্যাথলেটিক্স প্রশিক্ষণ। 

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ হাবিবুল আলম। 

প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, খান আতিকুর রহমান লাবলু, জুবায়ের আহমেদ নাফি, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফিরোজ জামান, প্রাক্তন খেলোয়াড়, কোচ মুশফিকুর আহসান নবীন সহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×